এনবিটিভি ডেস্কঃ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব। এই খবর পরিবার সূত্রে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানা গিয়েছে। বিয়ের অনুষ্ঠান হবে দিল্লিতে। আজ বুধবার অথবা কাল বৃহস্পতিবার হবে আশীর্বাদ অনুষ্ঠান। যে প্রশ্নটা ঘোরাঘুরি করছে, তা হল পাত্রী কে? সে বিষয়ে মুখ খোলেনি যাদব পরিবার ।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবার বর্তমানে রাজধানীতে উপস্থিত রয়েছেন। বিয়েতে নিমন্ত্রিত কারা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ওই সর্বভারতীয় চ্যানেলের প্রতিবেদন অনুসারে, মুষ্টিমেয় কয়েকজনকে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে জনা পঞ্চাশ বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বিহারের উপমুখ্যমন্ত্রী পদে থাকাকালীন তেজস্বী যাদবকে বিয়ে করতে চেয়ে বহু মেয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন। সেটা ২০১৫-১৭ সালের কথা। একটিও প্রস্তাবে সাড়া দেননি লালু-পুত্র। সেই তেজস্বী এবার বিয়ের মালা গলায় পরতে চলেছেন।