ডোমকলঃ ভয়াবহ অগ্নিকান্ড মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার গাবতলা মোড়ের দোকানে। পাশাপাশি পাটের গোডাউন ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে বলে জানা যায়।
এদিন সকালে প্রচুর পরিমানে ধোঁয়া উঠতে দেখে তড়িঘড়ি জানানো হয় ডোমকল অগ্নি নির্বাপক দপ্তরে। সেখান থেকে দুটি ইঞ্জিন এসে জেসিবির মাধ্যমে শাটার ভেঙে আগুন নেভানো হয়ে। যদিও ওই ঘটনায় কারোর প্রাণহানি হয়নি। তবে বিভিন্ন ইমারতি দ্রব্য সহ মজুত পাট পুড়ে যাওয়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা জানা গিয়েছে।
এলাকাবাসীর দাবি,সম্ভবত শর্ট সার্টিকের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।