বাসের ভিতর থেকে উদ্ধার হল বাসচালকের ঝুলন্ত দেহ

ঢাকুরিয়ায় বৃহস্পতিবার সকালে এক ব্রিজের নীচে দাঁড়ানো বন্ধ বাসের ভিতর থেকে উদ্ধার হল বাসচালকের দেহ।

স্থানীয়রাই প্রথম দেখতে পান সেই দেহ।তারপর তারা খবর দেন পুলিশকে ।এরর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

জানা গিয়েছে, নিহত ৫২ বছর বয়সী রঞ্জিত সাউ ৩৭ নম্বর বাসের চালক ছিলেন।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে গণপরিবহণ বন্ধ থাকায় রাস্তায় নামেনি বাস। তার ফলে আয় হয়নি এক পয়সাও। চরম আর্থিক সংকটের শিকার হন বাসচালক এবং বাসকর্মীরা। সূত্র অনুযায়ী, সম্ভবত এই হতাশাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।

Latest articles

Related articles