এনবিটিভি, ক্যানিং: দেশ জুড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী তবুও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব যথেষ্ট। এখনও মানুষকে রাস্তা ঘাটে, বাজারে মাস্ক হীন অবস্থায় দেখা যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ব্লকে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক হীন জনতার ওপর কড়াকড়ি হলো পুলিশ। সকাল থেকেই রাস্তা বাজারে চললো পুলিশি অভিযান।
মাস্ক হীন জনসাধারন কে কখনো ওঠবস বা আবার কখনো লাঠি পেটা করে শাস্তি দেওয়া হল। বাইক, সাইকেল ও যাত্রীবাহী অটো থামিয়ে চলে ধরপাকড়।
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তিনদিনের জন্য বন্ধ ক্যানিং এর সাতমুখী বাজার। প্রশাসনিক কর্তারা শাস্তি দেওয়ার পর সকলকে মাস্ক বিলি করেন এবং সকলকে মাস্ক পরে বাইরে বের হওয়ার নির্দেশ দেয়।