এবারের নির্বাচন ছিল একবারে সবুজ গেরুয়ার ধূলিঝড়। দুই পক্ষই প্রচারে একেবারে তুফান এনেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখতে বঙ্গে দফায় দফায় হাজির হয়েছে খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।তবুও শেষ রক্ষা হলনা।সমস্ত এক্সিট পোলকে ফেল করিয়ে দুশোরও বেশী আসনে জয়লাভ করল তৃণমূল । বাংলা রইল নিজের মেয়ের হাতেই। কিন্তু মিটছেনা জল্পনা। নন্দীগ্রামের হাইভোল্টেজ আসন নিয়ে হচ্ছে জলঘোলা। গতকাল গণনার সময় শুরু থেকেই চড়ে ছিল শুভেন্দুর পারদ। মধ্যে আবারও চড়ে মমতার দিকের পারদ। বিকেলবেলায় যখন যবনিকা পতন হচ্ছে নন্দীগ্রামে মমতাকে জয়ী ঘোষণা করে,হাওয়ায় ভাসছে সবুজ আবীর,ঠিক তখনই নির্বাচন কমিশনের নন্দীগ্রাম গণনায় নাটকীয় মোড়। জানা গেল,দিদি নয়,1622 ভোট বেশী পেয়ে নন্দীগ্রাম নাকি শুভেন্দুর দখলে। রাতারাতি বদলে গেল রেজাল্ট। তৃণমূল সুপ্রিমো জানান তিনি দরকার হলে কোর্টে যাবেন। এ রায় সত্য নয়। নির্বাচন কমিশন লোডশেডিং-এর সুযোগে কারচুপি করে জিতিয়ে দিয়েছে শুভেন্দুকে,এমনই দাবী তৃণমূলের। এই ঘটনার প্রতিবাদে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে রাস্তা আটকে চলছে অবরোধ। তাদের দাবী পুনরায় গণণা করতে হবে নন্দীগ্রাম কেন্দ্রে। কাউন্টিং সেন্টারের কাছ পর্যন্ত রাস্তা আটকে চলছে বিক্ষোভ। এমনকি স্ট্রংরুমে ইভিএম নিয়ে যেতে পারছেনা কমিশনের আধিকারিকরা,এমনটাই জানা গিয়েছে।