আসানসোলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো বেঙ্গল সৃষ্টি

আসানসোল: আসানসোলের কুমারপুরে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ১৬ টি পরিবারের পাশে দাঁড়ালো বেঙ্গল সৃষ্টি।শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একথা জানিয়েছেন মন্ত্রী মলয় ঘটক।

জানা গিয়েছে, দিন কয়েক আগে টানা বৃষ্টির কারণে কুমারপুরে ১৬ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তারমধ্যে সাতটি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং নয়টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ঘটনার পর বেঙ্গল সৃষ্টির তরফে এক সার্ভে করা হয়। এরপর এদিন আনুষ্ঠানিকভাবে বেঙ্গল সৃষ্টির তরফে তাদের বাড়িগুলো সংস্কারের জন্য সাহায্য তুলে দেওয়া হয়েছে। এই সাহায্য পেয়ে খুশি সকলকেই। এমনকি বেঙ্গল সৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

Latest articles

Related articles