মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ডোমকলঃ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে। মৃতের নাম আবছার মন্ডল(৪৫)। বাড়ি কামুরদিয়াড় কালিতলা এলাকায়।

এদিন বাড়ি থেকে প্রায় ৩ কিমি দূরে ডোমকল থানার ১০ নম্বর ওয়ার্ডের ঘোড়ামারা অঞ্চলের নিশ্চিন্তপুর গ্রামের একটি কলাবাগানে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেখান থেকে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক ভাবে অনুমান, তাঁকে স্বাসরোধ করে মারা হয়েছে। যদিও মৃতদেহটি ডোমকল থানার পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সূত্রের খবর,  তিনি পেশায় শ্রমিক ছিলেন।

এই প্রসঙ্গে মৃতের ভাই আজবার মন্ডল বলেন,  “কাল ভাইকে সন্ধ্যা বেলায় বাড়ি থেকে কিছু মানুষ ডেকে নিয়ে যায়। পরে সকালে শুনতে পাই,  ভাইকে গলা টিপে নাকি মেরে ফেলেছে। ঠিক কি কারণে তাকে মেরেছে তা কিছুই বুঝতে পারছিনা। তবে ওর সাথে যারা ওঠা বসা করত তারাই হয়তো তাকে মেরেছে।”

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Latest articles

Related articles