পশ্চিম বর্ধমান, এনবিটিভি ডেস্ক: কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু এক শ্রমিকের।আসানসোল দক্ষিণ থানার সাঁতাইশাতে সিলিকেট কারখানায় ঘটে এই দুর্ঘটনা। ওই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে।
জানা গিয়েছে,মঙ্গলবার কারখানায় কর্মরত অবস্থায় সোডা ভর্তি বস্তার রাক পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের।মৃতের নাম কৃষ্ণা নোনিয়া।সিসিটিভি ক্যামেরায় এই মর্মান্তিক ঘটনার দৃশ্য ধরা পড়ে।এদিন ওই সিলিকেট কারখানায় সোডার বস্তা ওঠানোর কাজ চলছিলো।সেই সময় হঠাৎই বস্তার রাক পড়ে যায় ওই শ্রমিকের উপর।
তড়িঘড়ি ওই শ্রমিককে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।এই ঘটনায় কারখানার চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।