রাস্তার বেহাল অবস্থা, পথ অবরোধ সাধারণ মানুষের

আসানসোল: আসানসোলের কুলটি বিধানসবার অন্তর্গত চিনাকুড়ি থেকে রাধানগর প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা, যার ফলে নিত্যদিন প্রায় ঘটে দুর্ঘটনা !

আজকে এলাকার মানুষ জন তৃনমুল ঝান্ডা নিয়ে পথ অবোরোধে সামিল হন !সকাল ৯টা থেকে প্রায় ১টা পর্যন্ত অবরোধ চলতে থাকে বলে খবর !পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় !এলাকার মানুষ জানান,  যে হারে ওভারলোডিং ডাম্পার চলাচল হয়,  তার জেরে এই বেহাল রাস্তার অবস্থা।

Latest articles

Related articles