এনবিটিভি, শান্তিপুর : রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টের দেওয়া হলফনামা অনুযায়ী আগামী ২৭ শে ফেব্রুয়ারি শান্তিপুরে পৌরসভা নির্বাচনের ঘোষণা করল। স্বভাবতই পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই লড়াইয়ের ময়দানে নামতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। এবার লড়াইয়ের ময়দানে তৃণমূল, সোমবার শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ডে দেওয়াল দখল ও দেওয়াল লিখন কর্মসূচি করল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নিজেই। যদিও শান্তিপুর ১৩ নম্বর ওয়ার্ড বিধায়কের নিজের ওয়ার্ড। এদিন একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে স্কুটি গাড়ি চালিয়ে নিজের বাসভবন থেকে বেরিয়ে ১৩ নম্বর ওয়ার্ডের কাসারি পাড়ায় দেওয়াল দখল করলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। পাশাপাশি নিজেই তুলি দিয়ে দেওয়াল লিখলেন। বিধায়ক জানান যদিও এখন পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা হয়নি কিন্তু শান্তিপুরের ২৪ টি ওয়ার্ডেয় তৃণমূলের জয় ১০০% নিশ্চিত। তাই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই তিনি নিজেই দেওয়াল লিখলেন। তবে পৌরসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনীতির ময়দানে একে অপরকে টেক্কা দিতে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে মাঠে নামতে দেখা যাবে। এবারের পৌরসভা নির্বাচনে শান্তিপুর পৌরসভা কার দখলে থাকবে তা শুধু সময়ের অপেক্ষা।
Related articles