আসানসোলে বেআইনি জমি দখলকারীদের চালানো হল উচ্ছেদ অভিযান

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোলের কল্যাণপুর থেকে সুগম পার্ক পর্যন্ত বেআইনি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযান চালানো হল।

জানা গিয়েছে, সোমবার সকালে আসানসোল পৌরনিগমের ২১, ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর হাউসিং থেকে সুগম পার্ক পর্যন্ত রাস্তার পাশে বেআইনি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য শ্যাম করান। তাঁর সঙ্গে ছিলেন পৌরনিগমের কর্মীরা। ছিল বিরাট পুলিশ বাহিনীও। এলাকার বি সি রোডের দুই পাশের সমস্ত বেআইনি দখলদারদের দোকান ও অন্যান্য নির্মাণ এদিন ভেঙে ফেলা হয়। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

Latest articles

Related articles