প্রশাসনের উপস্থিতিতে সহায়ক মূল্যে ধান কেনা শুরু মুর্শিদাবাদের ডোমকল মহকুমায়

এনবিটিভি ডেস্কঃ  প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হল মুর্শিদাবাদের ডোমকলে।শুক্রবার ডোমকল জিত পুর কিষান মান্ডি ও ইসলামপুর কিষান মাণ্ডিতে ধান কেনার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে বেশির ভাগ মণ্ডিতে এমন অভিযোগ আসে যে ফোঁড়ে বাজ বা দালালদের জন্য সুনির্দিষ্ট মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারে না। আর সেই কারনেই মান্ডি গুলিতে দালাল রুখতে তৎপর প্রশাসন।

উল্লেখ্য, কৃষক মারফত ১৯৬০ টাকা কুইন্টাল দরে ধান কেনা হবে বলে জানান প্রশাসনিক কর্তারা।

এদিন জিতপুর কিষান মণ্ডিতে উপস্থিত ছিলেন ডোমকলের মহকুমা শাসক রাজীব মন্ডল,আরক্ষ আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী সহ ডোমকল মহকুমা খাদ্য আধিকারিক মোহাম্মদ মুর্শিদ আহমেদ।

Latest articles

Related articles