জৈদুল সেখ, জীবন্তিঃ ক্রীড়া সংস্কৃতি সম্প্রসারণ করার উদ্যেশ্যে প্রতিবছরের ন্যায় এবছরও উগ্রা ভাটপাড়া সুহৃদ সংঘের পরিচালনায় আয়োজিত হলো ২৫ তম চ্যালেঞ্জ ফুটবল কাপ টুর্নামেন্ট।
মশাল মিছিল করে যাত্রা শুরু করেন মহলন্দী ২ অঞ্চলের প্রধান হামিদা বিবি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, গোকর্ণ পুলিশ ইনচার্জ মেসের আলী।
তবে ফুটবল টুর্নামেন্টে দর্শকদের মন জয় করেছেন কলকাতা থেকে আসা বিখ্যাত ফুটবলার সরজ বিশ্বাস।
মোট ১৬ টীম নিয়ে গত ২০ ই অক্টোবর খেলার সূচনা হয়। এই টুর্নামেন্টের ফাইনালে ২-১ গোলে জয়ী হয়েছে কাপাসডাঙ্গা এবং রানার্স-আপ হয়েছে সাকরিয়া টীম।
এই খেলাকে কেন্দ্র করে এলাকার মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।