নতুন বছরের শুরুতেই বড়ো সাফল্য জলঙ্গী থানার

এনবিটিভি ডেস্কঃ  নতুন বছরের শুরুতেই বড়ো সাফল্য জলঙ্গি থানার। শুক্রবার রাতে বিপুল পরিমাণে বারুদ সহ গ্রেফতার দুই। ধৃতদের নাম আবদুল্লা শেখ ও টিংকু সাদেক। পুলিশ সুত্রে জানাযায়  যে, প্রচুর পরিমাণে বারুদ, গুলি, আগ্নেঅস্ত্র সহ ওই দুই ব্যাক্তিকে জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া থেকে গ্রেফতার করেন পুলিশ। ধৃতদের কাছে ১২  কেজি বারুদ,১০ রাউন্ড গুলি, তিনটি আগ্নে অস্ত্র উদ্ধার হয়।

আজ ধৃতদের জেলা আদালতে তোলা হয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। পুলিশ তদন্ত শুরু করেছে কোথা থেকে কি কারণে এত পরিবমানে বারুদ নিয়ে যাওয়া হচ্ছিল ও কি উদ্দেশ্য।

Latest articles

Related articles