বিরোধী কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক

বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা নিয়ে নবান্নের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক । ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় ঘটছে হিংসার ঘটনা। এইসব রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে রাজভবনে জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মূকুল রায়। দিলীপ ঘোষ জায়গার নাম উল্লেখ করে হিংসার ঘটনার কথা জানিয়েছেন। হিংসার ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। মমতা ব্যানার্জীর মতে “বিজেপি এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করছে”।

Latest articles

Related articles