ক্যানিং এলাকায় উদযাপিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস

এনবিটিভি, ক্যানিং: আজ বুধবার লেদার কমপ্লেক্স থানার পুলিশদের উদ্যোগে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার কোচপুকুর আউটপোস্টে সাড়ম্বরে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এদিন সারা দেশজুড়ে ২৬ জানুয়ারি ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হচ্ছে।  সেজে উঠেছে দেশের রাজধানী সহ রাজ্যের মহানগরের রেড রোডও।

এদিন সকালে ক্যানিং থানার প্রশাসন ও সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করা হয়। দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে রক্ষা করার জন্য এদিন সমস্ত প্রশাসন শপথ নিয়ে এক পুলিশ কর্তা বলেন, “ ভারতের সংবিধানকে রক্ষা করতে প্রশাসন সমস্ত পদক্ষেপ নিতে তৎপর ছিল ও থাকবে। কোনোভাবে ভারতজাতীকে দ্বিখণ্ডিত হতে দেওয়া হবেনা। দেশের সংবিধান বিরোধী ক্রিয়া কলাপকে কঠিন হস্তে দমন করা হইবে।”

 এদিনে করোনা বিধি মেনে শতাধিক এলাকার বাচ্চারা উপস্থিত হয়। হাতে জাতীয় পতাকা নিয়ে এলাকায় প্রভাত ফেরীতে বাচ্চারা অংশগ্রহণ করে। অবশেষে বাচ্চাদের হাতে মিষ্টি সহ খাতা ও কলম তুলে দেওয়া হয়।

Latest articles

Related articles