এনবিটিভি ডেস্কঃ আজ সোমবার কোলাঘাটে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষথেকে আনিস খানের খুনের সঙ্গে জড়িত রাঘব-বোয়ালদের গ্রেফতারের দাবিতে বম্বে রোড থেকে কোলাঘাট বিডিও অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়।
এদিন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, আনিসের খুনের প্রকৃত অপরাধী রাঘব বোয়ালদের আড়াল করা হচ্ছে। এই হত্যার পিছনের যাদেরই যোগসূত্র থাকনা কেন যেকোন মূল্যে তাদেরকে গ্রেফতার করতে হবে।”
এদিন বিক্ষোভ মিছিলে সংগঠনের জেলা নেতৃত্ব শেখ ফজলুর রহমান, মনিরুল হক, মুহাম্মদ সেলিম, শেখ রফিজুদ্দিন, হামিদুল ইসলাম সহ হাজার খানেক প্রতিবাদী মানুষ মিছিলে পা মেলান।