Tuesday, April 22, 2025
29 C
Kolkata

চলে গেলেন বাসন্তীর বহুমুখী প্রতিভাধার মুফতি আবুল কালাম রহমানি

এনবিটিভ, বাসন্তীঃ  যুগে যুগে পৃথিবীতে কিছু মানুষের আগমন ঘটে যারা ইতিহাস পড়তে নয় বরং ইতিহাস রচনা করার জন্য। যাঁদের লেখনীতে সমাজের সাধারণ ধারাকে আমূল পরিবর্তন করতে অনেকটাই নির্ভর করে। বাংলার এমন এক প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন বাসন্তীর মাওলানা আবুল কালাম রহমানি। তিনি একাধারে  যেমন সুবক্তা ও শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। অন্যদিকে লেখক হিসাবে বেশ প্রসিদ্ধও ছিলেন। শনিবার সন্ধ্যায় এমন মহান ব্যাক্তি ৮১ বছর বয়সে নিজ বাসভূমি বাসন্তীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকেলার সংবাদে শোকের ছায়া নিজ আত্মীয় ও ভক্ত মহলে।

মরহুম আবুল কালাম রহমানি বাঁটরা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে শিক্ষা যাত্রা শুরু করেছিলেন। পরে উচ্চশিক্ষা অর্জনের জন্য উত্তরপ্রদেশে দারুল দেওবন্দ থেকে দ্বীনি শিক্ষা অর্জন করেন। আলিমিয়াত ডিগ্রি অর্জনের পরে তিনি কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে থেকে এম,এফ অর্থাৎ মুমতাজুল ফুকাহ ডিগ্রী অর্জন করেন। আলিয়ার পাঠ শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে  এম,এ ডিগ্রী অর্জন করে সঙ্গে বি,এড প্রফেশনাল ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবনে জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা আরশাদ মাদানির সহপাঠী ছিলেন।

মরহুম আবুল কালাম রহমানি প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তের পরেই বাঁটরা মসজিদে ইমামতির মাধ্যমে কর্মজীবনের শুরু করেন। পরে বাসন্তী উচ্চমাধ্যমিক হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। এমনকি তিনি দীর্ঘ দিন ধরে তিনি বাসন্তীর ব্লকের কাজীর পদও সামলান।

এলাকার শিক্ষার প্রদীপ জ্বালাতে মরহুম আবুল কালাম রহমানি ১৯৬৮ সালে নিজ হস্তে এক বাসন্তীতে মাদ্রাসাও স্থাপন করেন তিনি। এছাড়াও তিনি অনেক শিক্ষা  প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিলেন। তিনি এক সময়ে জমিয়তে উলামায়ে হিন্দের জেলা সভাপতিও ছিলেন তিনি।

মওলানা আবুল কালাম রহমানিতাঁর জীবদ্দশায় প্রায় ১৪টি বইও রচনা করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থাবলী হল- ১. বায়ানুল মুবাল্লেগিন। ২. মরণ তুমি কেমন। ৩. যুগের আবু জেহেল। ৪. সালাতুল মু’মিনিন। ৫. কেমনে করিব হজ্ব সহ অন্যান্য গ্রন্থ। এক সময় ‘বায়ানুল মুবাল্লেগীন’ গ্রন্থটি খুবই প্রসিদ্ধ লাভ করেছিল।

 সোমবার বেলা ১১টায় নিজ বাসভূমি বাসন্তীতে জানাজার নামাজে হাজারও মানুষের জমায়েত লক্ষ্য করা গেছে। উপস্থিত জনতা তাঁর পরবর্তী জীবনে মাগফেরাত (ক্ষমা) কামনা করে মরহুম আবুল কালাম রহমানিকে শেষ বিদায় জানায়।

Hot this week

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

মুম্বাইয়ের ভিলে পার্লের জৈন মন্দির ভাঙা ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে নীরব প্রতিবাদে হাজারো মানুষ

মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

Topics

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

Related Articles

Popular Categories