করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

The Prime Minister, Shri Narendra Modi addressing at the webinar for effective implementation of Union Budget in Defence Sector, in New Delhi on February 22, 2021.
The Prime Minister, Shri Narendra Modi addressing at the webinar for effective implementation of Union Budget in Defence Sector, in New Delhi on February 22, 2021.

নয়াদিল্লি: বাড়িতে এমনভাবে থাকতে হবে যাতে প্রয়োজন ছাড়া বাইরে যেতে না হয়।

করোনাবিধি পালন করার অনুরোধ করেন প্রধানমন্ত্রী

লকডাউন থেকে দেশকে বাঁচাতে হবে। লকডাউনের কোনো প্রয়োজন নেই।শেষ সিদ্ধান্ত হিসাবে লকডাউনকে যেন বাছেন রাজ্যগুলো।

সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন। যুবাদের নিজের পাড়ায় ছোট ছোট কমিউনিটি তৈরী করে করোনা সতর্কতার প্রচার করার অনুরোধ করেন।

পরিযায়ী শ্রমিকরা ভয় পাবেন না। যেখানেই আছেন সেখানে থাকার অনুরোধ করেন। সেখানেই ভ্যাকসিন পাবেন।

উত্‍পাদনের অর্ধেক ভ্যাকসিন রাজ্য পাবে। ১ মে থেকে ১৮ বছরের বয়সের সবাই ভ্যাকসিন পাবে।

বিশ্বের সবথেকে কম দামের ভ্যাকসিন ভারতে রয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর