এনবিটিভি,পশ্চিম বর্ধমান: সোমবার রাত ৩টা নাগাদ জামুরিয়া থানার অন্তর্গত কুনুস্টোরিয়া মোড়ে দুর্ঘটনায় একটি গ্যারেজ সহ বাড়ি এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গ্যারেজ মালিক তাবরেজ খান জানান, “হরিপুর থেকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়গামী একটি ট্রেলার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে প্রথমে একটি বোলেরোকে ধাক্কা দেয়, তারপর তাদের গ্যারেজে এবং সঞ্জয় মাঝি নামে এক ব্যক্তির বাড়িতে আঘাত করে।”
এ ঘটনায় কেউ আহত না হলেও তাবরেজের গ্যারেজের দুটি বোলেরো বাইকের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে সঞ্জয় মাঝির বাড়িতেও ব্যাপক ক্ষতি হয়েছে। গ্যারেজ মালিক তাবরেজ খান অভিযোগ করেন, ট্রেলার চালক নেশা করে থাকায় ঘটনা ঘটেছে। অপরদিকে সঞ্জয় মাঝি জানান, “ঘটনার পর ট্রেলারের চালক পালিয়ে গেছে। রাতের কারণে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।