পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতদলের ডাকাতির ছক। অভিযুক্ত নাসির মোল্লা ও সাহাবুদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। প্রথম জনের বাড়ী কাশিপুর থানার সাতুলিয়াতে। দ্বিতীয় জনের বাড়ী একই থানার জিরানগাছা গ্রামে।

শনিবার রাতে নিয়মমাফিক পুলিশ পেট্রোলিংয়ে বার হয় বারুইপুর পুলিশ জেলার ভাঙড়ের কাশিপুর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন ওসি সমরেশ ঘোষ। ওসি ও তাঁর টিম এদিন রাতে সন্দেহজনক ভাবে দুই ব্যাক্তিকে ঘুরতে দেখেন। সাতুলিয়া বাজারে তাদের ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয়।

তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে। অভিযুক্তদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তুলে ৭ দিনের পুলিশি হেফাজতে চাওয়া হয়।

Latest articles

Related articles