ক্ষুদ্রতম কৃত্রিম নখের উপর ক্ষুদ্রতম শিল্প তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, বুবুনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200716-WA0011

এনবিটিভি ডিজিটাল ডেস্ক: বুবুন পাল মন্তেস্বর কলেজ থেকে ভূগোল অনার্স নিয়ে বছর দুই আগে পাস করে।এর পর সে দিল্লি ইউনিভাসিটি থেকে আর্ট পড়াশুনো শুরু করে। বর্তমানে সে ফাইনাল বর্ষের ছাত্র।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে।প্রতিযোগিতার বিষয় ছিল ,তিন মিনিটের মধ্যে ২,৯/১,৪সেমির ক্ষুদ্রতম ক্যানভাসের উপর ক্ষুদ্রতম শিল্প তৈরি করা।এই প্রতিযোগিতায় সে ব্যবহার করে কৃত্রিম পাঁচ নখ।এই সল্প পরিসর জায়গায় স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্র বসু ,মহাত্মাগান্ধী ভোগৎ সিং ও। ভারতের পতাকা হাতে এক ব্যক্তির ছবি এঁকে ফেলে ওই নির্ধারিত সময়ের মধ্যে। এর পরে বুবুন পাল জানতে পারে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তার শিল্প কাজ কে স্বীকৃতি দিয়েছে। তাই বুবুনের এই সাফল্যের জন্য স্থানীয় বিধায়ক সৈকত পাঁজা তাকে শুভেচ্ছা জানাতে যান

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর