গোসাবাঃ সোমবার থেকেই দ্বীপ বেষ্টিত গোসাবা ব্লকের জন্য ভ্যাকসিন অন বোট কর্মসূচি চালু হল। দক্ষিণ ২৪ পরগণা জেলার জেলাশাসক পি উল্গানাথন কুমিরমারি দ্বীপে এই ভ্যাকসিন অন বোট উদ্বোধন করেন সোমবার দুপুরে। উদ্বোধনের পরই এই জলযানে চেপে স্বাস্থ্যকর্মীরা গোসাবা ব্লকের কুমির মারি, কচুখালী,ছোট মোল্লাখালি, বালি, চন্ডি পুর দয়াপুর,সাত জেলিয়া সহ বিভিন্ন দ্বীপের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবেন। এক একদিন, এক এক দ্বীপে এই জলযানটি ঘুরে বেরাবে। সেখানকার যে সমস্ত মানুষ এখনও ভ্যাকসিন নিতে পারেননি, তাঁদেরকে সরকারি নির্দেশিকা মেনেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে গোসাবা ব্লক প্রশাসনের তরফ থেকে। এদিন এই ভ্যাকসিন অন বোট উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ প্রতিমা মন্ডল,ব্লক আধিকারিক সৌরভ মিত্র এবং জেলার অন্যান্য আধিকারিকরা। ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক পরিমল ডাকুয়া।