ওড়িশা জুড়ে রথযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Ratha11

এবারও ওড়িশা জুড়ে রথযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। তবে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার অনুমতি মিলেছে। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই এমন নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

ওড়িশা বিকাশ পরিষদ সহ একাধিক সংগঠন রাজ্য সরকারের রথযাত্রা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পিটিশন দাখিল করেছিল। আর সেই মামলাতেই ওড়িশা জুড়ে রথযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হল শুধুমাত্র পুরীতেই হবে রথযাত্রা।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও আগেই সতর্ক করা হয়েছিল রথযাত্রা নিয়ে। অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, কোভিড বিধি মেনেই করা যেতে পারে রথযাত্রা।

ওড়িশা সরকার জুনে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বলেছিল, কোভিড বিধি মেনে এই ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আর সেই বক্তব্যেই সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। শুধুমাত্র পুরীতেই ভক্তহীন রথযাত্রা পালন হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর