মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের বিভিন্ন শাখা ইউনিটে কমিটি গঠনের কাজ শুরু

এনবিটিভি ডেস্ক: জমিয়তে উলামায়ে হিন্দ এক ঐতিহ্যবাহী স্বাধীনতা সংগ্রামী সেবামূলক সংগঠন। দেশ জাতি ও জনগণের স্বার্থে নির্ভীকভাবে কাজ করে থাকে। তারই ২০২১- ২০২২ টার্মে প্রাথমিক সদস্য সংগ্রহের কাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে।

তাই হযরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমেদ মাদানী রহঃ এর সুযোগ্য সন্তান ও দারুল দেওবন্দের প্রধান শিক্ষক আমিরুল হিন্দ সর্বভারতীয় জমিয়তের সভাপতি খাদিমে মিল্লাত হযরত মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমের নেতৃত্বে সারা দেশ জুড়ে জমিয়তে উলামায়ে হিন্দের প্রাথমিক সদস্য সংগ্রহের কাজ চলছে পশ্চিমবঙ্গের স্বনামধন্য সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামসুদ্দিন আহমেদ সাহেবের হাত কে মজবুত করতে বিভিন্ন জেলায় সদস্য সংগ্রহের কাজ জোর কদমে চলছে।

মুর্শিদাবাদ জেলাও তার ব্যতিক্রম না, মুর্শিদাবাদে মুফতি মোঃ নাজমুল হক সাহেবের নেতৃত্বে এবার সাত লক্ষ সদস্য সংগ্রহের টার্গেটে খুব দূর্তগতিতে কাজ করে চলেছে।এবং আজ প্রথমিক মুর্শিদাবাদ জমিয়তে উলামায়ে হিন্দের ব্লক ইউনিট মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের বিভিন্ন শাখায় মজলিশে মুনতাজিমা তথা নির্বাচনী অধিবেশনে কমিটি গঠন করা শুরু হলো।

(১)নওদা দক্ষিণে সদস্য সংখ্যা চল্লিশ হাজার সেখানে সম্পাদক নির্বাচিত হন মাওলানা হাবিবুর রহমান , (২)গরীবপুর ডোমকলে কুড়ি হাজার সম্পাদক নির্বাচিত হন মাওলানা মাইনুল ইসলাম সাহেব সভাপতি মাওলানা হাবিবুর রহমান , (৩)জলঙ্গির ঘোষপাড়া ইউনিটে দশ হাজার সম্পাদক নির্বাচিত হন মাওলানা সেরাজুল সাহেব ও সভাপতি মাওলানা এনায়াতুল্লাহ সাহেব (৪)ফরিদপুর জলঙ্গি ইউনিটে সদস্য সংখ্যা সতেরো হাজার সভপতি মাওলানা আতাউর রহমান সম্পাদক নির্বাচিত হন মুফতি সেরাজুল ইসলাম সাহেব, সালার ব্লক ইউনিটে সদস্য সংখ্যা আট হাজার সম্পাদক নির্বাচিত হন হাফেজ মাওলানা হায়দার সাহেব এবং ভরতপুরে সদস্য সংখ্যা তিরিশ হাজার সভাপতি নির্বাচিত হন মোঃ অলিউল্লাহ সাহেব সম্পাদক হাফিজ মতিয়ার রহমান সাহেব
কমেটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেব ও সভাপতি মাওলানা আবু বাকার কাসেমী এবং আলহাজ্ব কারী রিয়াসতুললা সাহেব মুর্শিদাবাদ জমিয়তের সহকর্মী মাওলানা আব্দুল খাবির, মাওলানা মুজাফ্ফর খান মহাশয় সহ আরো অনেকে।

Latest articles

Related articles