শিশু চুরির অভিযোগে এক যুবককে গণধোলাই মালদার গাজোলে

মালদা: শিশু চুরি করে নিয়ে পালানোর অভিযোগে এক যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার আটমাইল এলাকায়। যদিও পরে ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, এদিন সকালে গাজোল থানার আটমাইল এলাকায় এক শিশুকে চুরি করে নিয়ে পালাচ্ছিল ওই যুবক বলে অভিযোগ। ঠিক সেই সময় স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলে উত্তম-মধ্যম প্রহার দেয় বলে অভিযোগ। পরে পুলিশ উদ্ধার করে ওই যুবককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধৃত যুবকের কাছ থেকে বেশকিছু চাঁদির গহনা উদ্ধার হয়েছে। ধৃত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

Latest articles

Related articles