জৈদুল সেখ কান্দি: প্লাস্টিক কুড়োতে বেরিয়ে গৃহস্থের বাড়িতে চুরি। হাতেনাতে চোরকে ধরে গণধোলাই দিল মুর্শিদাবাদের কান্দি থানার ঘনশ্যামপুর এলাকার বাসিন্দারা।
বুধবার দুপুরে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কান্দি -বহরমপুর রাজ্য সড়কের উপর ঘনশ্যামপুর এলাকায়। জানা গেছে, অভিযুক্ত যুবক প্লাস্টিক পুড়িয়ে উপার্জন করে। তবে বেশ কিছুদিন ধরেই এলাকার কয়েকটি গৃহস্থের বাড়িতে পিতল, কাঁসার বাসন পত্র -সহ একাধিক সরঞ্জাম চুরি করছে।
এদিন সে ওই এলাকার এক গৃহস্থের বাড়ি থেকে একটি ঘড়া ও বালতি চুরি করতে গিয়ে ধরা পড়ে। তারপর কার্যত স্থানীয়দের হাতে গণধোলাই খায় অভিযুক্ত ওই যুবক।