আসানসোলঃ পুলিশি হেফাজতে থাকার সময় যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত বরাকর। জানা গিয়েছে, মহম্মদ আরমান আনসারী (২১)যুবক তাকে ছিনতাইয়ের ঘটনার সন্দেহে ঘটনার জিজ্ঞসাবাদের জন্য কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে তারপর ওই যুবকের মৃত্যু হয়। এরপর পুলিশ আসানসোল জেলা হাসপাতলে ময়না তদন্তের জন্য মৃতদেহটি পাঠায়। এদিকে বরাকর এলাকার বাসিন্দারা বরাকরের রাস্তা অবরোধ শুরু করে। একই সাথে বরাকর ফাড়ির পুলিশের গাড়ি ও ফাঁড়িতে ভাংচুর ও ইট পাটকেল ছোড়ে। যদিও পুলিশ পাল্টা কাদানি গ্যাস চার্জ করে।