প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করার অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
বৃহস্পতিবার (২১ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কংগ্রেসের অভিযোগ নির্বাচনের আগে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দলটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাইছে বিজেপি। অ্যাকাউন্ট জব্দ করার কারণে দলীয় প্রার্থী ও নেতারা বিমান বা ট্রেনে ভ্রমণ করতে পারছেন না।
এ সময় রাহুল গান্ধী বলেন, ভারত যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই ধারণাটাই মিথ্যা হয়ে গেছে। ভারতে আজ আর কোনও গণতন্ত্র নেই।
উল্লেখ্য, সাত দফায় আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। এর আগে কংগ্রেসের নেতাদের অ্যাকাউন্ট জব্দ করার পেছনে দুরভিসন্ধি দেখছে কংগ্রেস।