কৃষ্ণনগর পৌরসভায় এই প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হনেন কোনো মহিলা!

সুরজিৎ দাস, নদীয়া: পৌর ভোটে রাজ্য জুড়ে ঝড় তুলেছে তৃণমূল। আর এর ব্যতিক্রম হয়নি কৃষ্ণনগরেও। তাই আজ কৃষ্ণনগর পৌরসভায় সম্পন্ন হল শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে এই প্রথম মহিলা হিসেবে চেয়ারম্যান পদের দায়িত্ব পেলেন রিতা দাস। ভাইস চেয়ারম্যান হলেন নরেশ দাস।

প্রসঙ্গত এর আগে কখনো নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায় মহিলা চেয়ারম্যান হয়নি। এদিন নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান কৃষ্ণনগর মহাকুমা শাসক। কৃষ্ণনগর পৌরসভায় মোট আসন সংখ্যা 25। তৃণমূল কংগ্রেস মোট 16 টি ওয়ার্ডে জয়লাভ করে। অর্থাৎ বিরোধী সংখ্যা নয়। তৃণমূলের পক্ষ থেকে কৃষ্ণনগর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী রিতা দাস কে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। এর পাশাপাশি 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের জয়ী প্রার্থী নরেশ দাস ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়।

প্রতিটি নবনিযুক্ত কাউন্সিলরদের এদিন ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করানো হয়। আগামী দিনে সংবিধানকে মান্যতা দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে বলে শপথ বাক্য পাঠ করেন কাউন্সিলররা।

কৃষ্ণনগর থেকে সুরজিৎ দাস রিপোর্ট এনবিটিভি ডেস্ক,

Latest articles

Related articles