এনবিটিভি ডেস্কঃ চলতি বছর আইপিএল এর নিলামে শুরু হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারিতে। মাস কয়েক পূর্বেই আইপিএল-এর দুটি দল বেড়ে মোট ১০ টি দল দাঁড়ায়। এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার নাম ওঠে, যার মধ্যে বাংলার ১৬ জন ক্রিকেটার নাম উঠে এসেছে। এর মধ্যে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নামও উল্লেখ আছে।
সম্প্রতি তিনি মোহনবাগানের হয়ে লিগ ক্রিকেট খেলতে নেমে সেঞ্চুরি করেছিলেন। বাংলার নির্বাচকরাও তাঁকে রঞ্জি দলের জন্য মনোনিত করেন। চলতি মরশুমে বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামেননি মনোজ তিওয়ারি।
এছাড়াও বাংলা থেকে মোট ১৫ জন ক্রিকেটার বেঙ্গালুরুর নিলামে অংশ নেবেন। তাঁরা হলেন মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা, শ্রীবত্স গোস্বামী, শাহবাজ আহমেদরা আগেই আইপিএলের আঙিনায় ছিলেন। তাঁরা এবারও নিলামে থাকছেন।
এছাড়া এবার বাংলার ক্রিকেটারদের মধ্যে নিলামে অংশ নেবেন অভিমন্যু ঈশ্বরন, সুদীপ চট্টোপাধ্যায়, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েলরা।