Sunday, March 9, 2025
26 C
Kolkata

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের আপেক্স কমিটির বৈঠকে ভোটার তালিকার গড়মিল সংক্রান্ত্র বিষয়ে আলোচনা হয়েছে এবং ভোটার তালিকা ঠিক করতে দলকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে ।

টিএমসি-র জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কমিটির অন্য সকল 35 জন সদস্য তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন। অভিষেক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটি স্বাস্থ্যসেবা উদ্যোগ তদারকিতে ব্যস্ত থাকায় বৈঠকে যোগ দিতে পারেননি।

বৈঠকটি আহ্বান করেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যিনি দলের প্রবীণ গোষ্ঠীর প্রধান হিসেবে বিবেচিত। মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য, দলের রাজ্য সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার এবং লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কমিটির সদস্য।

রাজ্যের মোট ৮১,০০০-এরও বেশি বুথে ভোটার তালিকা থেকে “ভুয়ো” ভোটারদের বাদ দেওয়ার প্রধান উদ্দেশ্যে। স্থানীয় পর্যায়ে অনুসন্ধান চালিয়ে প্রাথমিক ফলাফল পরীক্ষা করার জন্যই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে কমিটি দলকে নির্দেশ দিয়েছে যে বাংলার ভোটার তালিকায় যেসব নাম বৈধভাবে যোগ্য নয়, তাদের তালিকা তৈরি করতে, একই EPIC নম্বর সহ দুই বা ততোধিক ভোটার আইডির প্রতিটি ক্ষেত্রে নথিভুক্ত করতে, প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি অংশে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তালিকার প্রতিটি নাম মেলাতে — যাদের রাজ্যে ভোটার হওয়ার বৈধ যোগ্যতা আছে কিন্তু তালিকায় তাদের নাম নেই তাদেরও অন্তর্ভুক্ত করতে — এবং অনলাইন প্রক্রিয়ায় যোগ করা সমস্ত নাম পুনরায় যাচাই করতে।

এমন গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি কি তৃণমূল দলে নতুন সমীকরণের সৃষ্টি করছে? যদিও বিরোধীরা চিরকাল ব্যঙ্গ করে এসেছে যে, ‘তৃণমূলের একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট’। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা-মন্ত্রীরা প্রকাশ্যে অস্বীকার করলেও, তৃণমূলের অন্তরে মমতা অনুগামী এবং অভিষেক অনুগামীদের মধ্যে স্পষ্ট বিভাজন বারবার লক্ষ্য করা গেছে।

ইতিমধ্যে, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষভাবে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলেরই সর্বার্থ ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা, তা নিয়ে কোন স্পষ্ট মন্তব্য করেনি সিবিআই।

এখন প্রশ্ন উঠছে, ‘সততার প্রতীক’ এই ভাবধারা বাংলার সাধারণ মানুষের কাছে বজায় রাখার জন্য কি সাময়িক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দূরে সরিয়ে রাখতে চাইছে তৃণমূল? এমন ঘটনা কিন্তু এর আগে বঙ্গীয় রাজনীতিতে তৃণমূলের অন্দরে বারবার দেখা গেছে। যেকোনো দুর্নীতি বা অসামাজিক কার্যকলাপে তৃণমূলের নেতাকর্মীদের নাম জড়ালে, সাময়িকভাবে সেই নির্দিষ্ট নেতা বা কর্মী বিমুখ হয়েছে বর্তমান রাজ্য সরকার।

Hot this week

চাকরির টোপ দেখিয়ে প্রতারণার ফাঁদ, গ্রেফতার খানাকুলের রাজা রামমোহন রায় কলেজের অধ্যক্ষ

রায়গঞ্জ, ৩ মার্চ: সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায়...

এবিভিপি কে “আরএসএসের বাচ্চা “ বলে আক্রমণ সেলিমের

উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে “...

তুঘলক লেন হল বিবেকানন্দ মার্গ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ফলকে

তুঘলক লেনে তুঘলকি কাণ্ড! আজব দেশ কি, গজব কাহানি।...

“আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলা।” সোনালী গুহের বিস্ফোরক স্বীকারোক্তি

পশ্চিমবঙ্গের রাজনীতির প্রাক্তন ডেপুটি স্পিকার ও বর্তমান বিজেপি নেত্রী...

Topics

এবিভিপি কে “আরএসএসের বাচ্চা “ বলে আক্রমণ সেলিমের

উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-কে “...

তুঘলক লেন হল বিবেকানন্দ মার্গ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ফলকে

তুঘলক লেনে তুঘলকি কাণ্ড! আজব দেশ কি, গজব কাহানি।...

“আমি বুদ্ধদেব ভট্টাচার্যের গলা টিপতে গিয়েছিলা।” সোনালী গুহের বিস্ফোরক স্বীকারোক্তি

পশ্চিমবঙ্গের রাজনীতির প্রাক্তন ডেপুটি স্পিকার ও বর্তমান বিজেপি নেত্রী...

ফুরফুরা শরীফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে ইফতার করলেন তৃণমুল সাংসদ কল্যাণ ব্যানার্জি।

ফুরফুরা শরীফে পীরজাদা ত্বহা সিদ্দিকীর আমন্ত্রণে "দাওয়াত-ই ইফতার" অনুষ্ঠানে...

Related Articles

Popular Categories