
কল্যাণীর হরিণঘাটায় বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হলো তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ। দেহটি উদ্ধার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে। আত্মহত্যা না অন্য কোন কারণে মৃত্যু ঘটেছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এখনো পর্যন্ত জেলার নেতৃত্ব এই মৃত্যু সংক্রান্ত কোনো মন্তব্য করেননি।
জানা যাচ্ছে, আত্মঘাতী তৃণমূল নেতার নাম রাকেশ পারুই। হরিণঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন রাকেশ। তার দলের সহকর্মীরাই তাকে ঝুলন্ত অবস্থায় লক্ষ করে। মোহনপুর পুলিশ স্টেশনের অধীনে এই মৃত্যুর তদন্ত চলছে। এখনো পর্যন্ত তদন্ত করে পুলিশ সঠিকভাবে মৃত্যুর কারণ খুঁজতে ব্যর্থ। প্রশ্ন উঠছে এটি আত্মহত্যা, না কোন রাজনৈতিক ষড়যন্ত্র? আত্মহত্যা হলেও, তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুইকে কেন স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিতে হলো তা খুঁজে বার করা একান্ত প্রয়োজন।