
তৃণমূল আছে তৃণমূলেই। বিগত ১০ বছরে ওবিসি (O. B. C.) আর এসসি (S. C.) মিলেয়ে ১কোটি ১৪ লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে পূর্বে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও দাবি করেন, শিডিউল কাস্টের মানুষদের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। তপশিলি মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে এক হাজার টাকা বরাদ্দ করার ঘোষনা করেছিলেন রাজ্য সরকার। দাবি করা হয়েছিল সবটাই সাধারণ মানুষের স্বার্থে, তাদের কথা মাথায় রেখে, সরকার কর্তৃক এই বিশেষ উদ্যোগ।

তবে এইবার মহান জনহিতকর কার্যকলাপে দেখা গেল বিশেষ কারচুপি। উত্তর দিনাজপুর জেলার তৃণমূল পরিচালিত বোর্ডের জেলা পরিষদের সভাপতি পম্পা পালের কীর্তি ফাঁস। পম্পার স্বামী করনদিঘীর তৃণমূলের বিধায়ক, নাম গৌতম পালে। সূত্রে খবর, ওবিসি (O. B. C.) আর এসসি (S. C.) এই দুটো কাষ্ট সার্টিফিকেট রয়েছে পম্পা পালের কাছে। প্রশ্ন উঠছে একই ব্যক্তির কাছে কিভাবে দুটো সিডিউল কাস্ট সার্টিফিকেট থাকতে পারে? ইতিমধ্যে ঘটনায় সোচ্চার হয়েছে বিরোধীরা।