
গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল ব্রিগেড সমাবেশ। মূলত সি২, সিআইটিইউ, বস্তি উন্নয়ন সমিতি, ক্ষেত মজুর, কৃষক সভার ডাকে এই সুবিশাল সভার আয়োজন করা হয়েছে। প্রত্যেক বারের মতো এবারের ব্রিগেড নিয়েও সিপিআইএম কর্মী সমর্থক ও নেতা মন্ত্রীদের গর্ভের শেষ নেই।

তবে গতকালের ব্রিগেড নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সংবাদ মাধ্যমের কাছে এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন। বামেদের চাচা ছোলা মন্তব্য করে তিনি জানান, গতকালের ব্রিগেডে শুধু বামেরা উপস্থিত ছিলেন এমন নয়, ওই ব্রিগেডে বিজেপির ভোটাররাও ছিলেন। এছাড়াও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বামেদের ব্রিগেডকে ফ্লপ শো বলে চিহ্নিত করেছেন।