তৃণমূলের রাস্তার উদ্বোধন কালিয়াচকে

এনবিটিভি ডেস্ক: আজকে আবারো ৪২ লক্ষ টাকা ব্যয়ে রথবাড়ি অঞ্চলের লক্ষীপুর থেকে দোয়াননিবুথ পর্যন্ত এক কিলোমিটার থেকে একটু কম রাস্তার শুভ উদ্বোধন করলেন কালিয়াচক দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস।

ভারত স্বাধীনতার পর নাকি এ প্রথমে রাস্তার শুভ উদ্বোধন হয়। এমনটাই জানা যায়। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রায় ১০ হাজার মানুষের যাতায়াত। এ রাস্তার অবস্থা বেহাল থাকায় মানুষকে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হতো।
এই রাস্তার শুভ উদ্বোধনে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত সমিতির তরফ থেকে রাস্তা হওয়াতে সভাপতি সাহেব কে সাধারণ মানুষ অনেক সাধুবাদ জানিয়েছেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এ কাজগুলো করতে পেরে অনেক গর্ববোধ হচ্ছে।

Latest articles

Related articles