এবার সুন্দরবনে তৃণমূলের ভাঙ্গন। সুন্দরবনের গোসাবা, বাসন্তীতে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় হাত ধরে বিজেপিতে যোগদান করল বেশকিছু তৃণমূল নেতা। গোসাবা থেকে যোগদান করেন সম্ভুনগরের পঞ্চায়েত প্রধান বরুণ প্রামানিক, বাসন্তীর একাধিক তৃণমূল নেতা। সূত্রের খবর এইসব নেতারা দল ছেড়ে যাওয়াতে ভালোই হয়েছে তৃণমূলের। সেখানকার স্থানীয় তৃণমূল নেতাদের দাবী যারা দল বিজেপিতে গেছে তারা ছিল দুর্নীতিগ্রস্ত নেতা, তারা চলে যাওয়াতে এখানে দলের শুদ্ধিকরণ ঘটেছে। এবং সেইজন্য এই যোগদানের পর গোসবার বিভিন্ন স্থানের তৃণমূল কর্মীরা মিষ্টিমুখ করে। এলাকার বিধায়ক জয়ন্ত নস্কর বলেন যারা বিজেপিতে গেছে তৃণমূলে থাকাকালীন তাদের বিরুদ্ধে অনেকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা চলে যাওয়ায় গোসাবাতে তৃণমূলের আসল কর্মীরা অনেক উদ্যমী হয়ে কাজ করবে। তবে বিপক্ষ দল মনে করছে এই সমস্ত নেতারা চলে যাওয়ায় আগামী বিধানসভায় এর অনেকটাই প্রভাব পড়বে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খুশিতে স্থানীয় তৃণমূল নেতাদের মিষ্টিমুখ গোসাবায়
Popular Categories