
ভুও পুলিশকর্মী সেজে সবজি বিক্রেতা ও মাছ ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজি আদায়ের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, নিউ ব্যারাকপুরের ৪ নম্বর রেলগেটের কাছে, তৃণমূল কর্মী সায়ন হালদার ও সৌগত বিশ্বাস ৬০০০ টাকা ও ৪০ কেজি মাছ আদায় করে। মাছ ব্যবসায়ী মফিজুল গাজি ও সবজি ব্যবসায়ী রাজু রায়কে মারধর করে মিথ্যে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে দুই ব্যবসায়ী। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখার পর দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।