তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধার খোঁজ-খবর নদীয়ায়

এনবিটিভি, নদীয়া: সরকারি প্রকল্পের বিভিন্ন সুবিধার খোঁজ খবর নিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে ছাত্রছাত্রীরা। রাজ্যবাসীর জন্য সরকারি বিভিন্ন সুবিধাজনক প্রকল্প আদৌ কি পৌঁছেছে বিভিন্ন এলাকায়? তারই খোঁজখবর নিতে জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে বাড়িতে বাড়িতে পৌঁছেছেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। সম্প্রতি জেলার একটি সভা থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পাড়ুই জেলার সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সভা করে একথা জানান।

শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয় প্রারম্ভিক সূচনা হিসেবে শনিবার ১১ নম্বর ওয়ার্ডে পৌঁছান তারা। সেখানে তারা জানতে পারেন শান্তিপুর পৌরসভার কাউন্সিলর না থাকার কারণে বেশ কিছু উন্নয়ন পৌঁছায়নি সেখানে। রাস্তাসহ একাধিক ক্ষোভ-বিক্ষোভের কথা জানান এলাকাবাসী এবং তা সম্পূর্ণ লিপিবদ্ধ করে এলাকার বিধায়ক, পৌরসভা এবং জেলা ছাত্র পরিষদের সাথে আলোচনা করবেন বলেই জানান নেতৃত্ব। এদিন এই ছাত্রপরিষদের এই দলটি  প্রায় চল্লিশটি বাড়িতে পৌঁছতে সক্ষম হয়েছে বলে জানান নেতৃত্ব। তবে আগামীতে প্রত্যেকটি ওয়ার্ডের বাড়ি বাড়ি পৌঁছাবেন তারা। প্রসঙ্গত, ২৪ টি ওয়ার্ড বিশিষ্ট শান্তিপুর পৌরসভার ২২ টিতেই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যদি অন্য ওয়ার্ড গুলোতেও সরকারি উন্নয়ন না পৌঁছে থাকে তাহলে কাকে দায়ী করবে তৃণমূল ছাত্র পরিষদ? সাথে ১১ নম্বর ওয়ার্ডে যদি উন্নয়ন পৌঁছে না থাকে, তাহলে তৃণমূল পরিচালিত পৌরসভা কি দায় এড়াতে পারে?  এমনই প্রশ্ন তুলেছেন পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সিপিআইএম নেতৃত্ব সৌমেন মাহাতো।

Latest articles

Related articles