এনবিটিভি ডেস্কঃ প্রশান্ত কিশোরের আইপ্যাক প্রাথমিক সমীক্ষা করার পরে তৃণমূলের তরফে গোয়ায় পাঠানো হয় দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।গোয়াতে পা রেখে সফল ভাবে বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষদের উপর বিশেষ লক্ষ্য রাখে । আর সেই ছবলে গোয়ার স্থানীয় ভাষা কোনকানি সিনেমার বিখ্যাত প্রযোজক-পরিচালক টনি ডিয়াজ (Tony Dias) যোগ দিলেন তৃণমূলে।আরও অনেকেই তৃনমূলে যোগদান করবে বলে সুত্রে যানা যাচ্ছে ।

তাঁরা ইতিমধ্যেই রাজনীতিক ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলেছেন, একাধিক ক্রীড়া ও সিনেমার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, সমাজের সব ধরনের মানুষের সঙ্গে তাঁরা কথা বলছেন। তাঁরা আশাবাদী , তৃণমূলে সমাজের সব স্তরের মানুষের যোগদান করছেন।
গোয়ার বেশ কয়েকজন বড় রাজনীতিবিদ ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে । কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন বড় নেতা গোয়ায় দলবদলে রাজ্যে জোড়াফুল ফোটাতে ময়দানে নেমেছেন।