ভাঙড়ে পৌঁছায়নি তৃণমূলের প্রার্থী, আরাবুলকে প্রার্থী করার দাবিতে সকাল থেকে মিছিল ভাঙড়ে

নিজস্ব প্রতিবেদক: গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কালিঘাট থেকে তৃণমূল কংগ্রেসের 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা থেকে বাদ গিয়েছেন অনেক বিধায়ক ও মন্ত্রীদের নাম সহ তৃণমূল কংগ্রেসের বহু হেভিওয়েট নেতাও।ভাঙড়ের মানুষের দৃঢ় বিশ্বাস ছিল আরাবুলকে টিকিট দেবেন দিদি । কিন্তু আরাবুলের বদলে বীরভূমের ডক্টর রেজাউল করিম কে প্রার্থী করলেন দিদি! আরাবুল ইসলাম কে টিকিট না দেওয়ায় আরাবুলের কর্মী সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

আরাবুল ইসলাম নিজেই জ্বালিয়ে দেন তাঁর পার্টি অফিস।আজ নিজের টিকিটের দাবীতে ভাঙ্গরে মিছিল শুরু করেছেন আরাবুল! সকাল থেকে ভাঙড় এর বিভিন্ন প্রান্তে আরাবুল ইসলামের টিকিটের দাবিতে চলে বিক্ষোভ।

শেষ পাওয়া খবর পর্যন্ত ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিম এখনো পর্যন্ত ভাঙরে এসে পৌঁছায়নি।

Latest articles

Related articles