এনবিটিভি, মুর্শিদাবাদ : তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠাদিবস পালিত হল রাণীনগরে। গোটা রাজ্যের সাথে সাথে মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভাতেও পালিত হলো রাজ্য শাসকদলের প্রতিষ্ঠা দিবস । এদিন তৃণমূল কর্মী সমর্থকদেরদের নিয়ে বিধায়ক সৌমিক হোসেন বিধায়ক ব্লক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করলেন।
একইসাথে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভায় চেয়ারম্যান ও বিধায়ক জাফিকুল ইসলাম ও তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন। বিশেষভাবে উল্লেখ্য বর্তমানে রাজ্য শাসকদলের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে এক নতুন উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জাতীয় করনের জন্য এই প্রতিষ্ঠা দিবস কে হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার, মত বিশেষজ্ঞদের।