তৃণমুলের হাতেই আক্রান্ত তৃণমুলের পঞ্চায়েত সদস্য,ঘটনায় চাপা উত্তেজনা চন্দ্রকোনার বান্দিপুরে।এই ঘটনায় তৃণমুলের দলীয় কোন্দল প্রকাশ্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের বান্দিপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের বান্দিপুরে। অভিযোগ,বান্দিপুর এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য নীলকমল পন্ডিতকে মারধর করে চন্দ্রকোনা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের লোকজন।
শুক্রবার দুপুর নাগাদ বান্দিপুর উত্তর বুথ তৃণমূল কার্য্যালয়ে তালা দিয়ে দেয় পঞ্চায়েত সমিতির সভাপতির লোকজন। তাতে বাধা দিতে গেলে মারধর করা হয় পঞ্চায়েত সদস্য নীলকমল পন্ডিতকে। এমনটাই অভিযোগ ওই পঞ্চায়েত সদস্যর।ঘটনায় পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ।তিনি পাল্টা দলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই রেশন সহ একশো দিনের কাজ নিয়ে একাধিক দুর্নীতি ও মাতব্বরি করার অভিযোগ তুলেন।একুশের নির্বাচনে ওই অঞ্চলে বিজেপির হয়ে ভোট করিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও তার লোকজন আর এখনও বিজেপিকে ইন্ধন দেওয়ার জন্যই নিজেদের দলীয় কার্য্যালয়ে তালা দিয়ে দেওয়া হয় এমনটাই দাবি আক্রান্ত পঞ্চায়েত সদস্যর।পঞ্চায়েত সদস্যর এমন দাবি মিথ্যা ও মনগোড়া বলে পাল্টা দাবি করে পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল বাবু বলেন,”ওই এলাকায় বেশকিছু মানুষের রেশন বন্ধ এবং একশো দিনের কাজ নিয়েও নিজের মর্জিমতো চালায়,সেসব নিয়ে সম্প্রতি বাধা দেওয়া হলে তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে,ওই এলাকায় বিজেপির কোনও অস্তিত্ব নেই”। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতির একে অপরের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্যেই প্রকাশ্য দলের কোন্দল।দলীয় এই কোন্দলের জেরে ওই এলাকায় চাপা উত্তেজনা।