এনবিটিভি ডেস্ক: রানীনগর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শাহ আলম সরকারের গাড়িতে বোমার আঘাতে নিহত চালক আব্দুস সাত্তারের এর উপর আক্রমনকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ সভা হল রানীনগরে। রবিবার বিকেলে রানীনগরের সেখপাড়া বাজার এলাকায় সভা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি হামলার ঘটনায় ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করা হয়। যদিও মূল অভিযুক্ত এখনও ফেরার থাকায় দিন কয়েক আগে প্রতিবাদ মিছিল করা হয় রানীনগরে। প্রধান অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সভা করেন তৃণমূল। সভামঞ্চে উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, জেলা যুব সভাপতি সহ ব্লক ও পঞ্চায়েত স্তরীয় নেতৃত্বরা। সভামঞ্চ থেকে অধীর চৌধুরীকে তোপ দাগেন সৌমিক। তিনি বলেন, হামলাকারীদেরকে উৎসাহ যোগাতে রানীনগরে এসেছিলেন অধীরবাবু।