মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক: ভোটের দিন শাসকদলের বুথ দখলসহ ভোট লুটের ঘটনার প্রতিবাদে গতকাল ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি সমর্থকেরা। বনধ সেভাবে প্রভাব ফেলতে না পারলেও একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল করতে দেখা যায় বিজেপি সমর্থকদের। এবার বিজেপির ধর্মঘটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন তৃণমূলের নেতা ও কর্মীরা।
ধর্মঘট যেন সফল না হয় তাই মিছিল বের করে এলাকায় এলাকায় ঘুরলেন তৃণমূল কর্মী ও সমর্থকরা।
এদিন মুর্শিদাবাদের রাণীনগর ১ ব্লকের ইসলামপুরে বিক্ষোভ মিছিলে পা মেলালেন তৃণমূলের সাংসদ আবু তাহের খান,রাণীনগর ১ এর বিধায়ক সৌমিক হোসেন সহ আরও অনেকে।
তাদের দাবী, এই ধর্মঘট সাধারণ মানুষের পক্ষে ক্ষতিকারক। তাই যাতে সফল না হয় তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। এদিন ইসলামপুর এলাকার নেতাজি পার্ক সহ বাজারের বিভিন্ন জায়গা জুড়ে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।