এনবিটিভি ডেস্ক : ভবানীপুর সহ তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলের ঘোষণা হল। বিপুল ভোটের ব্যবধানে ভবানীপুর থেকে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি জঙ্গিপুর ও সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থীরাও জয়লাভ করল। তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকায় রবিবার সকাল থেকে উল্লাসে মাতেন তৃণমূল কংগ্রেসের ফোয়ারা মোর ইউনিটের সদস্যরা।
এদিন ঢাক বাজিয়ে উল্লাসে মাতেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
এর পাশাপাশি সবুজ আবির মাখিয়ে পথচলতি মানুষদের মিষ্টিমুখ করান তারা।
তারা বলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার পাশাপাশি আরও দুই বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে জয়ী হয়েছেন তৃনমূল প্রার্থীরা।
ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ভোটে জয়ের পর এবার উল্লাসে মাতলেন আসানসোলের তৃণমূল সমর্থিত বাস ইউনিয়নের শ্রমিক সংগঠন।
এদিন স্থানীয় নেতা রাজু আলুওয়ালিয়া নেতৃত্বে আসানসোল সিটি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয়দের মিষ্টি মুখ করিয়ে আবির খেলা বাজি ফাটানো তে কার্যত অকাল হোলি এবং দীপাবলি একসঙ্গে যেন পালন করা হয়েছে বলে স্থানীয় নেতা কর্মীদের দাবি।