এনবিটিভি ডেস্ক ঃ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে ধর্না প্রদর্শন তৃণমূল কংগ্রেসের
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে ধর্না প্রদর্শন করা হয় এদিন। বেশ কিছুদিন যাবত ধরে তৃণমূল কংগ্রেস কর্মীসহ আসন্ন পৌরসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করা হচ্ছে এই অভিযোগ আসছে। এই ধরনের অত্যাচার বন্ধ করার দাবীতে এদিন পুলিশ হেডকোয়ার্টারে আসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বিক্ষোভ প্রদর্শন করে।
তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা ডিআইজি জি কে রাও এর সাথে দেখা করেন। এবং তারা বলেন যে যদি এইধরনের কোনো রকম হামলা, ভাঙচুর বন্ধ না হয় তাহলে তারা বড় ধরনের আন্দোলনে নামবেন।