শেখ সাদ্দাম,হরিশ্চন্দ্রপুরঃ ট্রাকের ধাক্কায় ভেঙে পড়লো বিদ্যুতিক খুঁটি সহ ট্রান্সফরমার।অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও তাঁর সহযোগী। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর তিনটে নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে। কেউ হতাহত হয়নি বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোল্ট্রি মুরগির মল ভর্তি একটি ট্রাক ভালুকাগামী রাজ্য সড়ক ধরে মানিকচক থেকে তুলসীহাটার দিকে যাচ্ছিল। রাস্তা কুয়াশাচ্ছন্ন থাকায় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিদ্যুতিক খুঁটিতে। ভেঙে পড়ে তিনটি বিদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার। মাঝ রাস্তায় ছিরে পড়ে থাকে ১১ হাজার ভোল্টের তার। এর জেরে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পর হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে খুঁটিগুলি সরানোর ব্যবস্থা করেন বলে খবর।