যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ে ব্যর্থ হওয়ার পর এবার লকহিড মার্টিনের নির্মিত ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক। এছাড়া বিদ্যমান যুদ্ধবিমান আধুনিকায়নে ৮০টি যন্ত্রও চেয়েছে ন্যাটো সদস্য দেশটি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কোটি কোটি ডলারের এই চুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সামরিক বিক্রয় বিভাগ। এতে মার্কিন সিনেট ও কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এমনকি এই চুক্তি বাতিল করে দেওয়ার ক্ষমতাও কংগ্রেসের আছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, কংগ্রেসকে অবহিত করার আগে প্রস্তাবিত প্রতিরক্ষা বিক্রয় কিংবা হস্তান্তর নিয়ে নীতিগতভাবে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। এ নিয়ে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে শতাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা করেছিল আংকারা। কিন্তু তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর সেই প্রকল্প বাতিল করা হয়েছে। এতে কয়েক দশকের তুর্কি-মার্কিন সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।
সূত্র : ডেইলি ইনকিলাব