শান্তিপুরে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত দু’জন রাত প্রহরী, গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে

এনবিটিভি, শান্তিপুরঃ  শুক্রবার শান্তিপুর থানার বাজারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দুই রাত প্রহরী। গুরুতর অবস্থায় ভর্তি শান্তিপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, গতকা রাত ১টা নাগাদ শান্তিপুর থানার মোড় বাজারে দুই জন প্রহরী রাত্রে পাহারা দিচ্ছিলেন। আর সেই সময়ই একদল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়। এরপর দুষ্কৃতীরা লোহার ভারী বস্তু দিয়ে তাদের আঘাত করে।

 প্রহরীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রহরীদের শান্তিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

 গতকাল রাতের ঘটনাকে কেন্দ্রে করে শান্তিপুর মোড় বাজার কমিটির পক্ষ থেকে এলাকায় প্রচার চালানো হয়। শান্তিপুর মোড় বাজার কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বাজার এলাকা থেকে শান্তিপুর পুলিশ স্টেশন ঢিল ছোঁড়া দূরত্বে হওয়ার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল  তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest articles

Related articles